মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
সময়ের জনপ্রিয় গীতিকার ও সুরকার কবি কাজল মাস্টার সারা বাংলাদেশে শ্রোতাদের মুখে মুখে তার নাম। তিনি অসংখ্য বই উপন্যাস এবং গানের গীতিকার সুরকার হিসেবে খুবই পরিচিত।
কবি পরিচিতি: মোঃ হারুনআর রশিদ (কবি) কাজল মাস্টারের জন্ম ২৫ শেষ আগস্ট ১৯৭৬ সালে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার উত্তর দিনায়েত পুর গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ছোটবেলা থেকে গান কবিতা উপন্যাস শুনতে ভালোবাসতেন পর্যায়ক্রমে তিনি বাবা চাকরির সুবাদে ঢাকায় চলে আসেন পরিবারসহ। ঢাকাতে বেড়ে ওঠেন ও লেখাপড়া শেষ করেন। তারপর চিনি সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গ্রাম ডাক্তার হিসেবেও খুব সুপরিচিত। সাধারণ জনগণের সেবা প্রদান করছেন প্রতিনিয়ত। তার লেখা বই উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ: সমকালের দুই বাংলার কবিতা।
অভিযাত্রী ,কথা বলার মনের গহীনে। হাজার কোভিদ কবিতা, এবং আগামীর বাংলাদেশ। অসংখ্য বই এবং উপন্যাস তিনি লিখেছেন এবং প্রকাশিত হয়েছে। এ সময়ের জন্য প্রিয় কবি ও গীতিকার সুরকার কবি কাজল মাস্টার গান লিখেছেন ও সুর করেছেন অসংখ্য শিল্পী তার গান গেয়েছেন।
বিশ্ব বাংলা বিশ্ব বাংলা, জীবনে প্রথম তোমাকে, মনের মানুষ ছায়ার মানুষ, অন্তরের অন্তর, এবং আরো অন্যান্য গান লিখছেন বাংলার মানুষের জন্য তিনি হৃদয় উৎসর্গ করতে চান এই গুণী শিল্পী। তিনি ২০২১ সালে এবং ২০২৩ সালে এস আর মাল্টিমিডিয়া থেকে সেরা কবি ও গীতিকার সুরকার হিসেবে এওয়ার্ড পান। এবং তিনি ২০২৫ সালে স্বরলিপি মিউজিক অ্যাওয়ার্ড লাভ করেন। বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে ঢাকা গাজীপুর তার নিজ বাড়িতে বসবাস করছেন।
এক ছেলে সীমান্ত এবং মেয়ে মৌমিতা এবং সহধর্মিনী মালিকাকে নিয়ে বসবাস করছেন তার নিজ বাসভবনে । তিনি সারা বাংলাদেশে।