মণিরামপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মণিরামপুর উপজেলার জন্য জেলার মূল কমিটি না থাকায় ৫১ সদস্য বিশিষ্ট আংশিক একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আহ্বায়কঃ সন্তোষ স্বর,সচিবঃ সন্তোষ রায়।
চলতি ইংরেজি মাসের ১২ তারিখে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি অর্পণা রানী দাস ও সাধারণ সম্পাদক সমীর কুমার বসু'র স্বাক্ষর অনুমোদিত যশোরের মণিরামপুর উপজেলার জন্য সন্তোষ স্বর'কে আহ্বায়ক ও সন্তোষ কুমার রায়'কে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আংশিক এ কমিটি ঘোষণা করা হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছে ফ্রন্টের মিডিয়া সেল।
এ ছাড়াও ঐ কমিটিতে যুগ্ম-আহব্বায়ক হিসাবে নীল রতন দাস,অরুন পালিত,নারায়ন চন্দ্র হোন্ড,শুভাষ মল্লিক,রবীন কুমার বিশ্বাস,নিপুন মন্ডল,গোবিন্দ দাস,জীবন অধীকারী সহ সর্বমোট ৫১ সদস্যের আংশিক তালিকা প্রকাশ করা ঐ অনুমোদিত পত্রে লেখা আছে' জেলা কমিটি গঠিত না হওয়ায় কেন্দ্রীয় কমিটি হতে অনুমোদন দেওয়া হলো।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানিয়ে মণিরামপুর উপজেলার কমিটির নব-নির্বাচিত আহ্বায়ক সন্তোষ স্বর জানান, আমার উপর অর্পিত দায়িত্বে থেকে শতভাগ সেবা আমার মণিরামপুর বাসীকে দিতে চাই।