
সোহেল রানাঃ
বাংলাদেশের গাছ, বাংলাদেশের প্রাণ, গাছ লাগান, বাংলাদেশকে বাঁচান” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঝিকরগাছার এস,কে ডায়ানষ্টিক সেন্টারের পরিচালক হাবিবুর রহমান ও মীর লুৎফর রহমান এতিম খানার সাধারন সম্পাদক মীর ফারুখ আহম্মেদের সার্বিক সহযোগিতায় বল্লা দাখিল মাদ্রাসায় বর্ণিল সমাজ কল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান দিপুর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বল্লা দাখিল মাদ্রাসার সভাপতি মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজসেবক সাদামনের মানুষ খ্যাত সায়েদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রঘুনাথ নগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল ওহাব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রঘুনাথ নগর মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মিজানুর রহমান,
উষার আলো সমাজকল্যান সংস্থার সভাপতি বি,এম সাগর হোসাইন, দিকদর্শন টিভির পরিচালক নাজমুল ইসলাম, নবারুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস, কুলিয়া দাখিল মাদ্রসার সুপার আব্দুল জব্বার আজাদী, মানব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা রমজান আলী,বল্লা দাখিল মাদ্রসার প্রধান শিক্ষক মাওলানা নুরুল ইসলামসহ আরও অনেকে।
পরে মাদ্রসার ছাত্র-ছাত্রীদের মাঝে দেড় শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সাথে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ২০জনকে গুনিজন সংবর্ধনা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।