সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :
নড়াইলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কতৃক পুরোহিত সমাজের মধ্যে বিবেধ সৃষ্টিকারীর বিরুদ্ধে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে নড়াইল চৌরাস্তায় নড়াইল পূজা উদযাপন ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদ ও ব্রাম্মন সংসদের আয়োজনে এই মানব বন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যপি এই মানব বন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এস সাহা আনন্দ, পূজা উদযাপন ফ্রন্টের নড়াইল জেলা শাখার আহবায়ক মিলন কুমার ঘোষ, যুগ্ন আহ্বায়ক প্রনব কুমার সাহা, সদস্য সচিব স্বপন কুমার ঘোষ।
নড়াইল পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও টাউন কালী বাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক অশোক কুমার কুন্ডু। পূজা উদযাপন পরিষদের নড়াইল জেলার সভাপতি এ্যাডঃ অন্ন ঘোষ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পূজা উদযাপন ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদ ও ব্রাম্মন সংসদের নেতা কর্মিরা।