প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৭:৪২ পি.এম
নড়াইলে মা”দক বি’রোধী সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে খুলনা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আহসানুর রহমানের সভাপতিত্বে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসির) কনফারেন্স রুমে এ সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
সেমিনারে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলাম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাসার আল মামুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শিরীন আক্তার, পরিদর্শক মো. আব্দুল মান্নানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এ ব্যাধি নির্মূল করা সম্ভব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই আমরা মাদকমুক্ত সমাজ উপহার দিতে পারব।
বক্তারা আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। এর বিস্তার রোধে প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।