
আশিক, বাগেরহাট(মোংলা) প্রতিনিধি:
হরতালের অংশ হিসেবে নেতাকর্মীরা সকাল সাড়ে আটটার দিকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা মেরে দেয়। পরে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসেন হরতালকারীরা।
জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে সামনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. ফকরুল হাসানের গাড়ি আটকে দেওয়া হয়। পরে তিনি হেটে নিজ কার্যালয়ে প্রবেশ করেন।
নেতাকর্মীরা এসে জেলা প্রশাসকের কার্যালয়ের ভবনের সামনে অবস্থান নেয়। পৌনে নয়টার দিকে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে তার কার্যালয়ে প্রবেশ করতে বাধা দেয়। পরে তিনি নিজের অফিসে প্রবেশ না করে জেলা ত্রাণ, দূর্যোগ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন।
বাগেরহাট জেলায় ৯ টি থানায় ও ১টি পৌরসভায় সকাল থেকেই হরতালের সমর্থনে মিছিল বের করা হয়েছে খেয়া পারাপার ফেরি পারাপার সহ বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে ইপি জেডের সকল গার্মেন্ট সহ মিল কারখানা বন্ধ রয়েছে
এসময় সর্বদলীয় নেতারা বলেন বাগেরহাট জেলায় ৪টি সংসদীয় আসন পুনর্বহাল না করা হলে আরো কঠোর কর্মসূচির দেওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন।