
এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ
এসএসসি/দাখিল ও সমমানের পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে আলোকিত ভবিষ্যৎ গড়তে সহায়ক বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা ও মনিরামপুর পূর্ব অঞ্চলের ৩২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৩ জন জিপি ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে যশোরের মণিরামপুর উপজেলার সমাজ কল্যান সংস্থা আলোছায়া।
মণিরামপুর উপজেলা মিলনায়তন হলরুমে ৬ই সেপ্টঃ শনিবার বিকালে আলোছায়া সমাজ কল্যান সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
আলোছায়া সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান অধ্যাপক ড.মোঃ রিপুল কবিরের সভাপতিত্বে ও সংস্থার পরিচালক মো:কামাল হোসেনের সঞ্চালনায় এ
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর থানা তদন্ত কর্মকর্তা মোঃ বদরুজ্জামান,উপজেলা সমাজসেবা কর্মকর্তান) মো:আলমগীর হোসেন,ডাঃ মো:বাহারুল ইসলাম,ঢাকা মেডিকেল কলেজ, মোঃ আরিফুল ইসলাম (বি সি এস),অধ্যাক্ষ মো:রফিকুল বারি,মণিরামপুর পৌর জামায়াতের মাওলানা মহিউল ইসলাম, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার রবীন্দ্র নাথ রায় প্রমূখ।
শিক্ষার্থীদের পাশাপাশি গর্বিত অভিভাবকদের উপস্থিতিতে সংবর্ধনা ক্রেষ্ট প্রাদানে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয় সমাজ কল্যান সংস্থা আলোছায়ার আয়োজন।