
মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ র্যাব-১২ এর অভিযানে যমুনা সেতু পশ্চিম থানা এলাকা হতে ২০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সিরাজগঞ্জ র্যাব-১২, দিকনির্দেশনায় ০৫ সেপ্টেম্বর রোজ শুক্রবার ২০২৫ র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার মধ্যভদ্রঘাট সাকিনস্থ কাশেম এর মোড়ের অনুমান ৫০০ গজ পশ্চিম দিকে ঢাকা-রাজশাহীগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামি
মোঃ সাদ্দাম হোসেন (৩০), পিতা- মৃত আব্দুল মজিদ, সাং- চকমথুর, ইউপি- মথুরাপুর, থানা- বদলগাছি, জেলা- নওগাঁ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রাখিয়া দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করিয়া আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।