সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :
নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে নড়াগাতী থানা পুলিশ।
২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা সাড়ে ১১ টার দিকে নড়াগাতী থানা এলাকার যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি ডোবা থেকে এই মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১ টার দিকে নড়াগাতী থানার যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি ডোবার পাশ থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন ডোবায় থাকা কচুড়িপানার মধ্যে অর্ধ গলিত একটি মরদেহ দেখতে পায়।
পরে স্থানীয়রা নড়াগাতী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ডোবার কচুড়ীপানার ভেতর থেকে অজ্ঞাত অর্ধ গলিত মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, এটি একটি কিশোরীর মরদেহ যার আনুমানিক বয়স ১৬ থেকে ১৭ বছর। পুলিশ মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা করছে বলে জানায়।
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। অজ্ঞাতনামা ওই কিশোরীর আনুমানিক বয়স হবে ১৬ থেকে ১৭ বছর। মৃতদেহটি পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।