
রিপন, বগুড়া প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
১ সেপ্টেম্বর সোমবার সকালে শহরের দত্তবাড়িতে জিয়াউর রহমান শিশু হাসপাতালে ড্যাবের সহযোগীতায় ফ্রি-মেডিকেল ক্যাম্প ও ছাত্রদলের রক্তাদান অ্যাপসের উদ্বোধন করা হয়।
এর আগে সকালে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদক করেন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করেন নেতৃবৃন্দ। সন্ধায় শহরের সাতমাথায় প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করে। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ সড়কে তোরণ নির্মাণ ও দলীয় কার্যালয় আলোকসজ্জা করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকালে ঐতিহাসিক আলতাফুনেছার মাঠে র্যালি পূর্বে সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাড. একেএম মাহবুবর রহমান, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু,। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন চান, মাহবুবর রহমান হারেজ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ, জেলা বিএনপির নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, এম আর ইসলাম স্বাধীন, এড. সাইফুল ইসলাম, আহসানুল তৈয়ব জাকির, মাফতুন আহমেদ খান রুবেল, এড. হামিদুল হক চৌধুরী হিরু, মোরশেদ মিল্টন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার ও জাহিদুল ইসলাম হেলাল, শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, সাহিদুজ্জামান শাকিল, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল, শহর শ্রমিক দলের আহবায়ক হুদা, সদস্য সচিব সামছুজ্জামান সামছু, জেলা মহিলা দলের সভাপতি সাহজাদী, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক ময়নূল হক বকুল, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল সাহরিয়ার গোর্কি, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণy সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, শহর স্বেচ্ছাসেবকদলের সভাপতি জামিলুর রহমান, সাধারণ সম্পাদক হোসেন আলী, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন।
সমাবেশে রেজাউল করিম বাদশা বলেন, একটি স্বার্থন্বেষী মহল নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। সেই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা বিজয় নিয়ে সরকার গঠন করবেন ইনশাআল্লাহ।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো: হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শের জন্য দেশকে ভালোবেসে জাতির জন্য যে বিএনপি সৃষ্টি করেছেন জাতীয়তাবাদ শক্তিকে অনেক স্বৈরাশাসক বাধাঁ দিয়েছে কিন্তু দমাতে পারেনি। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয় করার জন্য কাজ করতে হবে। আমরা নতুন করে আজ শপথ নিতে হবে দেশমাতা বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশে সুশৃংখল একটি নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশনারকে সহযোগিতা করব।