
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরের কুয়াদা দারুচ্ছুন্নাহ ফাজিল মাদ্রাসায় নবগঠিত গভর্নিংবডি সদস্যবৃন্দ এবং NTRCA কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন প্রভাষক আহসানুল কবির ও সহকারী অধ্যক্ষ হেদায়েত উল্লাহ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডা. আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু এবং মাদ্রাসার সভাপতি ডা. আলাউদ্দিন।
এছাড়া বক্তব্য রাখেন রামনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মারুফ হোসেন, সিরাজ মোল্লা, সদস্য মাসুদুর রহমান শামীম, ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি শাহজাহান হোসেন, রামনগর উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জামিলা খাতুন, সাবেক অধ্যক্ষ এটিএম মতিউর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য সফিয়া রহমান, সিনিয়র অধ্যাপক মাওলানা আব্দুল কাদের, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিবুল ইসলাম এবং কুয়াদা স্কুল এন্ড কলেজের সভাপতি লিটন হোসেনসহ অভিভাবক সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে নবগঠিত গভর্নিংবডি সদস্যবৃন্দ ও সভাপতি ডা. আলাউদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। একইসাথে নতুন নিয়োগপ্রাপ্ত ছয়জন শিক্ষককেও ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানানো হয়। তারা হলেন—
১। আরবি প্রভাষক আবু মুসা
২। ইংরেজি প্রভাষক জেসমিন নাহার
৩। বাংলা প্রভাষক সালমা ইয়াসমিন
৪। সহকারী মৌলভী (আরবি) আবু সুফিয়ান
৫। গণিত শিক্ষক জেসমিন ইসলাম
৬। শারীরিক শিক্ষা শিক্ষক আল হেলাল
অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবক সদস্য এবং শিক্ষা পরিবারের বিভিন্ন প্রতিনিধি উপস্থিত ছিলেন।