
মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ১১নং চালুয়াহাটী ইউনিয়নের মোবারকপুর ওয়ার্ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম (৪২)।
এ ঘটনায় তারেক নামে আরও এক ব্যক্তিকে আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে, কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আসংখ্যজনক বলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই ঢাকা মেডিকেল হসপিটালে রেফার করে তার অবস্থা খুব আসংখ্যজনক।
ঘটনাটি ঘটে শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজগঞ্জ বাজারের হবির চিঁড়ার মিলের সামনে একটি চায়ের দোকানে। নিহত আশরাফুল ইসলাম স্থানীয় মোবারকপুর গ্রামের মৃত আজাহার মাস্টারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলাম প্রতিদিনের মতো সেদিনও রাজগঞ্জ বাজারের ওই চায়ের দোকানে বসেছিলেন। রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে হঠাৎ এক অচেনা যুবক দোকানে প্রবেশ করে। সন্দেহজনক গতিবিধি লক্ষ করে আশরাফুল দোকান থেকে বের হতে চাইলে ওই যুবক আচমকাই আশরাফুলের বুকে ছুরিকাঘাত করেন। তাকে বাঁচাতে গেলে দোকানে বসা তারেক নামে আরেক ব্যক্তিকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনাস্থলেই আশরাফুল ইসলাম মারা যান। আহত তারেককে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে পাঠায়ে দেই।
এলাকাবাসীর ধারণা, রাজনৈতিক কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তারা জানান, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
খবর পেয়ে রাজগঞ্জ তদন্তকেন্দ্র থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত অফিসার এ এস আই হাফিজ গণমাধ্যমকে জানান ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত হওয়া যায়নি, তবে কে/বা কারা এই হত্যাকান্ড ঘটিয়ে চায়ের দোকানের পিছনে পালিয়েছে এত টুকু সরেজমিনে জানা গেছ।