
মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিকরা।
রোববার সকাল ৯টা থেকে বেলা চার ঘণ্টা বাঘাবাড়ি নৌ-বন্দরের সামনে পাবনা-ঢাকা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
এতে ব্যস্ততম এই মহাসড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে চার কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট; দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আন্দোলনরত ট্যাংক লরির শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর বেলা ১টা থেকে পাবনা-ঢাকা মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
এ বিষয়ে উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান গ্যাদা বলেন, “শনিবার রাতে বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন অফিসে চাঁদার দাবিতে পোতাজিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়।
“ঘটনার সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কারের দাবিতে আমরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছি।
তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আনিছ বলেন, “বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করে না, বরং চাঁদাবাজি করে ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের নেতারা।”
চাঁদাবাজি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করতে বলা হয়েছে জানিয়ে ওসি আসলাম আলী বলেন, মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।