
মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:
মাগুরা শ্রীপুর উপজেলার ৫ নং দারিয়াপুর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক নির্বাচন অবাধ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ।
এ নির্বাচনে-
১=রফিকুল ইসলাম প্রদীপ তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ২৪৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নওশের আলী মোল্লা তিনি আনারস প্রতীক নিয়ে ২০৫ ভোট পেয়েছেন ।
২=আলী রেজা রাজু তিনি তালা প্রতিক নিয়ে ২৩৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী-এম মকিদ হাসান তিনি উড়োজাহাজ প্রতিক নিয়ে ২০৫ ভোট পেয়েছেন । ৩=মোঃ রোকন বিশ্বাস তিনি মাছ প্রতিক নিয়ে ২২৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল বিশ্বাস ,তিনি দোয়াতকলম প্রতীক নিয়ে ২২১ ভোট পেয়েছেন ।
আজ ৩০ আগস্ট শনিবার উপজেলার চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ে,শ্রীপুর উপজেলা নির্বাচনের টিম প্রধান জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খান হাসান ইমাম সুজার সার্বিক পরিচালনায়-নির্বাচনের ফলাফল ঘোষণা করেন
এ সময় ভোট কেন্দ্র পরিদর্শন করেন,মাগুরা জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান ।
উপজেলাা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম
প্রমুখ ।