
কলকাতা থেকে নিউজ দাতা, মনোয়ার ইমাম:
গতকাল বিকেলে কলকাতার প্রদেশ কংগ্রেসের বিধান ভবনে বিজেপি নেতা রাকেশ সিং-এর নেতৃত্বে একদল বহিরাগত দুষ্কৃতী হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় ভারতের জাতীয় কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর ছবিতে কালো কালি লাগানো হয়।
এই ঘটনার পর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মার কাছে অভিযোগ দায়ের করেন এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আজ দুপুরে এই ঘটনার প্রতিবাদে প্রবল ঝড়-বৃষ্টি উপেক্ষা করে রাজপথে নামে প্রদেশ কংগ্রেস। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর সঙ্গে ছিলেন সাবেক প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাবেক এমপি প্রদীপ ভট্টাচার্য, বিধানসভার সাবেক সদস্য অসিত মিত্র, কংগ্রেস নেতা মোহাম্মদ মোক্তার আহমদ, সৌরভ ঘোষ, কলকাতা পৌরসভার বিরোধী দলের নেতা সন্তোষ পাঠক এবং আশুতোষ চক্রবর্তীসহ অন্যান্য প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ।
ধিক্কার মিছিল থেকে বিজেপি ও আরএসএস দুষ্কৃতীকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। কংগ্রেস নেতৃত্বের দাবি, যত দ্রুত সম্ভব এই হামলার নেপথ্যের দোষীদের আইনের আওতায় আনা হোক।