মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আলোচনা সভা, কেক কাটা, কোরআন খতম, দোয়া মাহফিল ও মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে সিরাজগঞ্জে মানবিক ও সামাজিক সংগঠন মানবিক ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার সকালে যমুনা নদীর তীরে ক্রসবার-৩ এ এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এর আগে শহরের নতুন ভাঙ্গাবাড়ী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসায় কোরআন খতম, বিশেষ দোয়া ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সুখ পাখি সংগঠনের পরিচালক শেখ রজবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দি সেফটি বার্ড হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস। মানবিক ফাউন্ডেশনের অ্যাডমিন
আব্দুল আলীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুখ পাখি সংগঠনের সদস্য রাসেল আহমেদ ও মোহনা টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সোহেল রানা। স্বাগত বক্তব্য রাখেন মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মেহেদী হাসান ইমন।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার মানবিক ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা, পরিচালক ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মেহেদি হাসান ইমন ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের দিক তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, মানবিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই সিরাজগঞ্জ জেলার, বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় বিনামূল্যে বৈদ্যুতিক ওয়ারিং এর কাজ করে আসছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
উল্লেখ্য, ২০২১ সালে মেহেদী হাসান ইমন মাত্র তিনজন সদস্য নিয়ে মানবিক ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করেন। এখন বর্তমানে তার টিমে ৯জন সদস্য। তারা জেলার বিভিন্ন উপজেলায় অত্যন্ত অঞ্চলে বিনা পারিশ্রমিকে মাদ্রাসা ও মসজিদে বৈদ্যুতিক ওয়ারিং এর কাজ করে আসছে।