মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি:
মাগুরা শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের সন্তান ও হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৮৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোঃ লিয়াকত মোল্লা তিনি সচিব পদে পদোন্নতি পেয়ে মানিকগঞ্জ জেলা সিনিয়র জেলা দায়রা জজ হিসেবে কর্মরত হয়েছেন ।
লিয়াকত আলী মোল্লা তিনি ১৫ই মে, ১৯৬৮ সালে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৮৩ সালে এস.এস.সি. পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন। এরপর তিনি শ্রীপুর সরকারি কলেজ থেকে ১৯৮৫ সালে মানবিক বিভাগ থেকে এইচ.এস.সি. পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা বৃত্তি তালিকায় প্রথম স্থান লাভ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এল.এল.বি (সম্মান) ও এল.এম.এম, ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৯৪ সালে ১৩তম বি.সি.এস. পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী জজ (শিক্ষানিবীশ) হিসেবে সাতক্ষীরা ও পরে সহকারী জজ হিসেবে চুয়াডাঙ্গা ও ফরিদপুর জেলায় কর্মরত ছিলেন । পরবর্তীতে সিনিয়র সহকারী জজ হিসেবে পাবনা আদালতে সুনাম ও দক্ষতার সাথে কাজ করেন। তিনি যুগ্ম জেলা জজ হিসেবে ঝালকাঠি ও চুয়াডাঙ্গা জেলায় কাজ করেন। তিনি অতিরিক্ত জেলা জজ হিসেবে দিনাজপুর আদালতে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নাটোর ম্যাজিস্ট্রেট আদালতে দায়িত্ব পালন করেন।
তিনি ২০১৫ সালে বিচার বিভাগে সর্বোচ্চ পদ জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পেয়ে পাবনা জেলায় বিশেষ জজ আদালতের বিচারক হিসেবে কাজ করেন। অতপর তিনি চাপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ ও বিচারক, মানব পাচার অপরাধ ট্রাইব্যুনাল এবং চেয়ারম্যান, নিম্নতম মজুরী বোর্ড, ঢাকায় দায়িত্ব পালন করেন। গত 0২/১০/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ সিনিয়র জেলা ও দায়রা হিসেবে মানিকগঞ্জে যোগদান করেন।
এখন পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব, আইন ও বিচার বিভাগ, আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে যোগদান করবেন।
লিয়াকত মোল্লা তার বিশেষ এক বার্তায়-তার নিজ জন্মভূমি মাগুরা ও শ্রীপুর বাসীর সকলের কাছে দোয়া কামনা করেছেন ।