
মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী পৌরসভার নামে চাঁদাবাজির অভিযোগ আবারও সামনে এসেছে। এ বিষয়ে এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক আলী আজগর ইমন ক্ষোভ প্রকাশ করেছেন।
এর আগে তার করা একটি অনুসন্ধানী প্রতিবেদনের পর পৌরসভার নামে চলা কথিত চাঁদাবাজি কিছুদিনের জন্য বন্ধ হয়েছিল। তবে স্থায়ীভাবে বন্ধ না হয়ে নতুন কৌশলে আবারও একই ধরনের টোল আদায় শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ফেসবুকে দেওয়া এক পোস্টে সাংবাদিক ইমন লিখেছেন—
“ভিডিও কইরা লাভ নাই, চান্দা দেওয়াই লাগবো। নরসিংদীর উপর দিয়ে গেলেই এভাবে পৌরসভার চাঁদা থুক্কু টোল। একবার আমি রিপোর্ট করার পর কিছুদিন বন্ধ ছিল, আবার শুরু হয়েছে যন্ত্রণা। নরসিন্দিরা নাকি মারামারিতে ওস্তাদ? আপনারা এই চাঁদাবাজ গো আপ্যায়ন করবেন কবে? আমারে দাওয়াত দিয়েন সেইদিন আমুনে…”
তার মতো একজন সিনিয়র ও সাহসী সাংবাদিকের এমন হতাশাজনক মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষও। তারা বলছেন, বছরের পর বছর ধরে পৌরসভার নামে এই অবৈধ আদায় চললেও প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।
জনগণের প্রশ্ন নরসিংদীতে এই চাঁদাবাজি কবে শেষ হবে? সত্যিই কি পৌরসভার টোলের নামে সাধারণ মানুষকে জিম্মি করে রাখা হবে?
স্থানীয় সচেতন মহল মনে করে, প্রশাসনের কঠোর পদক্ষেপ ছাড়া এই বেআইনি চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়।