
জামালপুর,প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলা শিবিরের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত ৩৬শে জুলাই উপলক্ষে রচনা, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষ হয়েছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬ আগস্ট) বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং ৩৬শে জুলাইয়ের স্মৃতিকে প্রজন্মের মাঝে তুলে ধরতে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা শিবির সভাপতি মো: আরিফুল ইসলাম বলেন,
“এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের চিন্তা-চেতনা ও মেধার বিকাশ ঘটায়। আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে নতুনভাবে জানার সুযোগ তৈরি করে। ভবিষ্যতে আমাদের মেধা ও নৈতিক গুণাবলিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।
তিনি শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করে বলেন, “শিক্ষার্থীদের শুধু মেধাবী হওয়াই যথেষ্ট নয়, নৈতিকতার দিক থেকেও তাদের আদর্শ হয়ে উঠতে হবে।
শিবিরের সেক্রেটারি মো: এহসানুল বারি আম্মার বক্তৃতায় বলেন,
“শিক্ষার্থীদেরকে সজাগ নাগরিক হয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকতে হবে, যাতে নতুন কোনো স্বৈরাচারী শক্তি দেশের ওপর ভর করতে না পারে।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও শিবিরের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।