
২৪ আগস্ট (রবিবার) বিকেলে লোহাগড়া উপজেলার কাম থানা এলাকার বেড়িবাঁধ খাল থেকে এ মৃত্যু দেহ উদ্ধার করা হয়। এবিষয়ে লোহাগড়া থানায় ওসি শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে লোহাগড়া উপজেলার কামঠানা বেড়িবাঁধ এলাকার একটি খালে বেলায়েত নামে এক ব্যক্তির পাটের জাগ হারিয়ে গেলে তিনি খুঁজতে বের হন। পাটের জাগ খোঁজাখুঁজির এক পর্যায়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ দেখতে পান তিনি।
পরে আশপাশের লোকজনকে জানালে স্থানীয় লোকজন লোহাগড়া থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। স্থানীয় লোকজন ও পুলিশের তথ্য অনুযায়ী মরদেহটি একটি যুবকের এবং আনুমানিক বয়স ২৪ থেকে ৩০ বছর।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।