
মোঃ মাসুদ আলম,ব্যুরো চীফ রাজশাহী:
বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগরের রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার ২১ আগষ্ট সকালে
জেলা পরিষদ মিলনায়তনে মহানগরী কর্তৃক আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর জামায়াতে ইসলামীর আমীর ড. মাওলানা মোঃ কেরামত আলী, মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল ও মহানগর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসাইন এর যৌথ সঞ্চালনায়
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য , অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ওলামা বিভাগের প্রধান মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের চেয়ারম্যান এড. এহসানুল মাহবুব যোবায়ের, রাজশাহী অঞ্চলের সহ-পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।
মহানগরীর নায়েবে আমীর এড. আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমীর ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী-৩ আসনের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ সহ মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মহানগরের গত ৬ মাসের রিপোর্ট পর্যালোচনা হয় এবং বক্তারা সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।