মোঃ এমদাদ মাগুরা থেকে:
মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজ এর সভাপতি,অত্র গ্রামের সুযোগ্য সন্তান ও বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন,দুদকের নবনির্বাচিত পিপি অনুষ্ঠানের প্রধান অতিথি এড• তরিকুল ইসলামকে, দুদকের পিপি নির্বাচিত উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রী কলেজ ।
২১ আগস্ট বৃহস্পতিবার সকালে দারিয়াপুর ডিগ্রী কলেজ কর্তৃক আয়োজিত অত্র কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছার এর সার্বিক পরিচালনায় তাকে ফুলের তোড়া প্রদান করে সংবর্ধনা প্রদান করা হয় ।
এ সময় বক্তব্য রাখেন,
দারিয়াপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ, রমেন্দ্রনাথ বাছার ।
দারিয়াপুর গ্রামের কৃতি সন্তান, মনিরুল ইসলাম (মনির) অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ।
দারিয়াপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মছিউল আজম -
অধ্যাপক প্রমিত কুমার রায় ।
অধ্যাপক সুব্রত বিশ্বাস ।
এ সময় অত্র কলেজের শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন ।
তাকে সম্মাননা প্রদান করায় নিজে কে গর্ভবত প্রত্যয় ব্যক্ত করে ও উপস্থিত শিক্ষার্থীদের দিক-নির্দেশনা তুলে ধরে বক্তব্য বক্তব্য রাখেন,প্রধান অতিথি দুদকের পিপি এডভোকেট তরিকুল ইসলাম ।