মণিরামপুর প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুরে হরিহরনগর ইউনিয়নের ২০৩ জন প্রতিবন্ধীর মাঝে সমাজসেবা অধিদপ্তরের ভাতা কার্ড বিতরণ করা হয়েছে।এ নিয়ে ১৭ ইউনিয়নের প্রতিবন্ধী কার্ড বিতরণ কর্মসূচির ১৬টি শেষ হয়েছে বলে উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার ২০শে আগষ্ট হরিহরনগর ইউনিয়ন পরিষদে আয়োজিত কার্ড বিতরণ কর্মসূচিতে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে প্রতিবন্ধী ভাতা কার্ড বিতরণ করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাঃ আলমগীর হোসেনের সার্বিক তত্বাবধানে উপজেলাব্যাপী চলমান কার্ড বিতরণীর ধারাবাহিক কর্মসূচির হরিহরনগর ইউনিয়ন পরিষদের কার্যক্রমে এ সময় আরো উপস্থিত ছিলেন,স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক,মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,উপজোলা সহকারি সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান,ইউনিয়ন সচিব ও ইউপি সদস্য বৃন্দ।
সর্বশেষ চালুয়াহাটি ইউনিয়নে প্রতিবন্ধীদের মাঝে কার্ড বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে বলে জানিয়েছেন মণিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাঃ আলমগীর হোসেন।