প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ৩:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ৬:০০ পি.এম
উল্লাপাড়ায় ট্রেন থেকে প’ড়ে অ”জ্ঞা”ত এক যুবক নি”হ/ত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে।বুধবার (২০ আগস্ট) সকালে উল্লাপাড়া স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
উল্লাপাড়া স্টেশন মাস্টার মাসুম আলী জানান, গতকাল রাত ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনটি সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ট্রেনের যাত্রী ছিলেন এবং ট্রেনের দরজা ধরে থাকা অবস্থায় স্টেশনে পৌঁছালে কোনো কিছুর সাথে মাথায় আঘাত লেগে পড়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দিন বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার কোনো পরিচয় জানা যায়নি। মরদেহটি সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্তে পিবিআই ও সিআইডির টিম কাজ করছে।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।