পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে লাভলু ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র গত ১৭ জুন থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার পরিবার দুশ্চিন্তায় দিন পার করছে।
লাভলু ইসলাম আদিতমারীর কিতামুত চরিতা বাড়ী মাদ্রাসার শিক্ষার্থী। তিনি ঈদ উদযাপন শেষে বাড়ি ভান্ডারদহ (পৌরসভার ৩নং ওয়ার্ড) থেকে গত ১৭ জুন দুপুর ১২টার দিকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেন। তবে এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
লাভলুর বাবা রাবিডল ইসলাম জানান, ছেলের কাছে কোনো মোবাইল ফোন ছিল না।
সেদিন রাত ১০টার দিকে মাদ্রাসার হুজুর মাসরুম ইসলামের (মোবাইল: ০১৩১০-১৭৯৯৯২৫) সঙ্গে যোগাযোগ করি। কিন্তু তিনি জানান, লাভলু এখনো মাদ্রাসায় পৌঁছেনি। পরদিন সকাল ১০টার দিকেও আবার ফোন করলে একই কথা জানান তিনি।”
পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের বাড়ি খোঁজাখুঁজি করেও লাভলুর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করে পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করেছেন বাবা রাবিডল ইসলাম।
এ ঘটনায় পরিবার ও স্বজনেরা লাভলুর সন্ধান চেয়ে সবার সহযোগিতা কামনা করেছেন।