
সোহেল রানাঃ
যশোরের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে ৬৬৩ গ্রাম ওজনের ৫পিস স্বর্ণের বারসহ আফছার আলী নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আফছার আলী সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার জিকরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল কোতোয়ালী থানাধীন খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় আফছার আলী নামে একজনের প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ৬৬৩ গ্রাম ওজনের ৫পিস স্বর্ণেরবার পাওয়া যায়। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৯৭,৫৪,০৫৬/-(সাতানব্বই লক্ষ, চুয়ান্ন হাজার, ছাপ্পান্ন টাকা।
এ ব্যাপারে যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন যাবত স্বর্ণ মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।