
মোঃমাসুদ আলম, ব্যুরো চীফ, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীর পানির বাড়তে থাকায় নদীতীরবর্তী এলাকায় মানুষের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
(১৯ আগষ্ট) ২০২৫ মঙ্গলবার উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদে বন্যায় পানি বন্দি ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ প্রায়
১০০জন পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী
অফিসার ফয়সাল আহমেদ এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ.কে এম মমিনুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা পরিসংখ্যান অফিসার মো. শরিফুল ইসলাম, চর আষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম।এছাড়াও খাবার বিতরণ কাজে সহযোগিতা করেন প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারি মো. আহসান হাবীব,
ইউএনও অফিসের মো. মুক্তার হোসেন, টুটুল ও তোতা প্ৰমুখ।
গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদ ইউনিয়নের নিম্নাঞ্চল প্রতি বছর প্রায় প্লাবিত হয়। বন্যার পানিতে ঘর বন্দি হয়ে পড়ে হাজার হাজার মানুষ । অনেক আবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে যায়।