মোঃ ওয়াজেদ আলী ,স্টাফ রিপোর্টার:
যশোর কোতয়ালী থানার কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামে জমির লিজের টাকা আত্মসাত ও খুনের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শ্যামল কুমার হালদার (৫৭) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাজুয়াডাঙ্গা মৌজার ৫০ শতক জমি শ্যামল কুমার হালদার ও তার বড় ভাই কিশোর কুমার হালদারের কাছ থেকে স্থানীয় শাহাজান গাজী, তার ছেলে জালাল গাজী ও আমির হোসেন ২০২০ সালের ১৫ জানুয়ারি থেকে ৫ বছরের জন্য লিজ নেয়। প্রতি বছর ২০ হাজার টাকা দেওয়ার শর্তে লিজ নেওয়া হলেও প্রথম বছর টাকা দেওয়ার পর বাকি ৪ বছরের ৮০ হাজার টাকা আর পরিশোধ করেনি আসামিরা।
শ্যামল কুমার হালদার অভিযোগে উল্লেখ করেন, একাধিকবার স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে পাওনা টাকা চাইলে আসামিরা উল্টো সন্ত্রাসী কায়দায় হুমকি দেয়। সর্বশেষ গত ১৫ আগস্ট সকালে তিনি ও তার ছেলে ইন্দ্রজিৎ হালদার টাকা চাইতে গেলে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালায়। প্রাণে বাঁচতে তারা দৌড়ে ঘটনাস্থল থেকে সরে আসেন।
ভুক্তভোগীর দাবি, আসামিরা কেবল লিজের টাকা আত্মসাৎই করেনি, বরং জমি ছাড়তেও অস্বীকৃতি জানিয়ে তাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, অভিযোগ হাতে পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।