Monday, November 24, 2025

শ্রীপুরে বালি ফে’লে জমি দ’খলের অ’ভিযোগ

Date:

Share post:

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:

মাগুরা শ্রীপুর সদর ইউনিয়নের শ্রীপুর পশ্চিম পাড়ার মডেল মসজিদ সংলগ্ন সালাম সহ ৪-৫ জন লোকজনের বিরুদ্ধে বালি ফেলে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে ।
শুক্রবার ১৫ আগস্ট বেলা ১১ টার সময় সরজমিনে গিয়ে দেখা যায় বিশাল বালির স্তুপ।

শ্রীপুর থানার অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মোছাঃ রোকেয়া বেগম (৪৫), স্বামী-মোঃ সিরাজুল ইসলাম টোকন, মাতা- মোছাঃ কদভানু বেগম, সাং-শ্রীপুর, থানা-শ্রীপুর, জেলা-মাগুরা। অভিযোগে বিবাদী আব্দুস সালাম (৫২), পিং-মৃত, বাদলশাহ, সাং- শ্রীপুর, থানা- শ্রীপুর, জেলা- মাগুরাসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। শ্রীপুর থানাধীন ১৯ নং শ্রীপুর মৌজার ১৬৬৫ নং খতিয়ানের ৫০৩৭, ৫০৪২ নং দাগে থাকা ১৫ শতাংশ জমি সিরাজুল ইসলাম টোকন ও মৃত হারুন আলী বিশ্বাসের নামীয় সম্পত্তি। সিরাজুল ইসলাম টোকন অসুস্থ্য থাকায় তার স্ত্রী চিকিৎসার জন্য প্রায়ই ঢাকাতে অবস্থান করছে। অপর বিবাদী সালাম উক্ত সম্পত্তি জোর পূর্বক দখল করবার জন্য দীর্ঘদিন ধরে পায়তারা ও সুযোগ খুজে আসছে। সিরাজুল ইসলাম টোকন ও রোকেয়া ঢাকাতে থাকার সুযোগে গত ইং- ১১/০৮/২০২৫ তারিখে তাদের নামীয় সম্পত্তির উপর জোর পূর্বক বালু ফেলে জায়গা দখলসহ ঘর নির্মাণ করবার জন্য বিবাদীসহ অজ্ঞাতনামা ৪/৫ জন অপচেষ্টা করতে থাকে। বিষয়টি জানতে পেরে ঘটনার দিন ইং-১৪/০৮/২০২৫ তারিখ সকাল অনুমান ১০ টার সময় তাদের নামীয় সম্পত্তির উপর উপস্থিত হতেই সালাম সহ অজ্ঞাতনামা ৪-৫ জন রোকেয়া কে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। রোকেয়া বিবাদীদের গালিগালাজ করতে নিষেধ করলে সালাম সহ অজ্ঞাতনামা ৪-৫ জন তাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতিসহ খুন জখম করবার জন্য হুমকি প্রদর্শন করে। একপর্যায়ে বিবাদীদের মারমুখি অবস্থান বুঝতে পেরে রোকেয়া নিরবে ঘটনাস্থল থেকে নিজ বাড়িতে ফিরে আসে। সালাম সহ অজ্ঞাতনামা ৪-৫ জন এতটাই খারাপ প্রকৃতির লোক, যে কোন সময়ে রোকেয়া সহ তার পারিবারের অন্যান্য সদস্যদের বড় ধরণের ক্ষতি করতে পারে তাহার আশু সম্ভাবনা বিদ্যমান।

রোকেয়া বেগম জানান, আমাকে সালাম সহ বেশ কয়েকজন লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ ও আক্রমণ করার চেষ্টা করে। ঘটনার বিষয় তদন্ত করে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আইনের সহায়তা কামনা করেন।

এ বিষয়ে ছালাম বিশ্বাস (৫৫) ও আলম বিশ্বাস (৫০) দুই ভাই জানান, আমরা আপন দুই ভাই পরিবার পরিজন নিয়ে সরকারি খাস জমিতে বসবাস করি। আর বালি ফেলেছি ঘরের পিছনে এটাও সরকারি খাস জমি আর ঐ বালি দিয়ে ঘরের পিছনে ভরাট করবো কারণ বর্ষার পানিতে ঘরের ডোয়া ধসে পড়ে যাচ্ছে।

শ্রীপুর ইউনিয়ন পরিষদের মেম্বার সিরাজুল ইসলাম টোকন জানান, আমার দলিলকৃত ১৫ শতাংশ জমির মধ্যে ছালাম বিশ্বাস সহ আরও অজ্ঞাত ৪-৫ জন লোকজন বালি ফেলে ঘর তুলার পায়তারা করছে। যেটা স্থানীয় সাবেক মেম্বার সদস্য ইদ্রিস আলী সহ আরও অনেক লোকজন জানে ও দেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রাজগঞ্জে মহিলা আলিম মাদ্রাসায় সুপারের বি’রুদ্ধে অভি”যোগে শিক্ষার্থীদের তালা”বদ্ধ করে রাখার ঘট’না

নিজস্ব প্রতিবেদক: যশোর মনিরামপুর  রাজগঞ্জের মোবারকপুর মহিলা আলিম মাদ্রাসায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখে মাদ্রাসার...

সিআরএ সম্মাননা পেলেন আরজেএফ চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম রিপোর্টার্স এসোশিয়েন( সিআরএ) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সফল সংগঠন হিসেবে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন ( আরজেএফ)...

দেবীদাসপুরে  ২ দিনব্যাপী পানি ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: মনিরামপুর দেবীদাসপুরে পানি ব্যবস্থাপনা সংগঠনের সদস্যদের নিয়ে অংশগ্রহণ মূলক পানি ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কর্মশালা ...

কালীগঞ্জ ভূমি অফিসের জানালা ভে”ঙ্গে ৩ লাখ টাকা চু”রি

হুমায়ুন কবির কালীগঞ্জ, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে চুরি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত রাতে চোরেরা অফিস সহকারী...