
মোঃ ইউনুচ গাজী, রাজগঞ্জ :
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে রাজগঞ্জ ব্ল্যাকপাড়া জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ আয়োজন করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সাবেক সদস্য এডভোকেট মোঃ শামছুজ্জামান দিপু, এপিপি।
দোয়া ও মিলাদ মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের যশোর জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য মাওলানা মোঃ আব্দুল আলিম বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সুস্থতা এবং মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
মিলাদ মাহফিল শেষে ৯নং ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।