
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি সদর উপজেলার শান্তিনগর এলাকায় সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী মগ লিবারেশন পার্টি–এর অন্যতম সদস্য কং চাইঞো মারমা (৩১) নিহত হয়েছে।
শুক্রবার সকালে অভিযান চলাকালে পালানোর চেষ্টা করলে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, প্রথমে মানিকছড়ি গাড়ি টানা এলাকায় অভিযান চালিয়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্য ইসমাইল হোসেনকে আটক করে সেনাবাহিনী। পরে তার দেওয়া তথ্যে শান্তিনগর এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কং চাইঞো মারমা গুলি চালায়। সেনাবাহিনী পাল্টা গুলি করলে সে পালানোর সময় ছাদ থেকে নিচে পড়ে যায়।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর দাবি, কং চাইঞো মারমা ও ইসমাইল হোসেন সম্প্রতি পাহাড়ে মোবাইল টাওয়ার মেরামতের সময় দুই টেকনিশিয়ান অপহরণের সঙ্গে জড়িত ছিলেন।