
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরে সতীঘাটা কামালপুর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে যশোরের কোতয়ালী থানায় পুত্র, নাতি ও আত্মীয়দের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে হত্যার চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী মো. ওসমান গাজী (৭৫) কোতয়ালী থানার সতীঘাটা কামালপুর গ্রামের বাসিন্দা।
অভিযোগে বলা হয়, পারিবারিক ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে অভিযুক্তরা প্রায়ই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, খুন-জখমের হুমকি দেয় এবং বাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা চালায়।
গত ১১ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্ত পোঁতা ছেলে মো. ফাহিম (১৮) ধারালো দা হাতে নিয়ে বসতঘরে প্রবেশ করে জমি বিক্রির টাকা দাবি করে।
টাকা দিতে অস্বীকৃতি জানালে তার গলা ধরে ধাক্কা দেয় এবং হাতে থাকা দা দিয়ে হত্যার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় বড় ছেলে রমজান আলী (৫৫) বৌমা রোজিনা খাতুন (৪০) বিয়ান নছিমন বেগম (৬০), বিয়াই আব্দুস সাত্তার (৬৫) এই অভিযুক্তরাও খুন-জখমের হুমকি দেন।
এছাড়া, নতুন নির্মিত ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগকারী জানান। বৃদ্ধ ওসমান গাজী দাবি করেন, তিনি স্ত্রীকে নিয়ে আলাদা থাকেন এবং চলাফেরায় অক্ষম। অভিযুক্তদের হুমকির কারণে তারা চরম আতঙ্কে রয়েছেন।
ঘটনার সাক্ষী হিসেবে দুই প্রতিবেশীর হাসিনার খাতুন ও সাগর হোসেন এর নাম অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত আবেদন করেছেন অভিযোগকারী।