
রতন শর্মা, দিনাজপুর প্রতিনিধি:
প্রেমের টানে চীন থেকে ছুটে এসেছেন ইঞ্জিনিয়ার ইয়ং সং সং নামের এক যুবক। বাংলাদেশি তরুণীর প্রতি গভীর টানেই তিনি পাড়ি জমিয়েছেন হাজার মাইল দূরের চীন থেকে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়তেই প্রেমিকার বাড়িতে শত শত উৎসুক জনতার ভিড় জমে যায়, এক নজর দেখার জন্য।
বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি চলছে ইয়ং সং সং এবং তার বাংলাদেশি প্রেমিকার। ভালোবাসার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া শিমুলতলা গ্রামে।
এলাকাজুড়ে এখন প্রেম আর বিয়ের খুশির আবহ বিরাজ করছে।