প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৫, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ৬:৩৯ পি.এম
সলঙ্গা কুতুবের চর এলাকায় অ’বৈধ মৎস্য আড়ৎ ব’ন্ধের দা’বিতে হাটিকুমরুলে মা’নব’বন্ধন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার কুতুবের চর এলাকায় রাজস্ব ফাকি দিয়ে রাতারাতি গড়ে ওঠা অবৈধ মৎস্য আড়ৎ বন্ধের দাবিতে হাটিকুমরুলে মানববন্ধন কর্মসূচি পালন করেন সিরাজগঞ্জ রোড নিউ টাউন মৎস্য আড়ৎ কমিটি।
এ সময় বক্তারা বলেন, সিরাজগঞ্জের সবচেয়ে পুরাতন মৎস্য আড়ৎ সিরাজগঞ্জ রোডের নিউ টাউন মৎস্য আড়ৎটি প্রতি বছরই সরকারকে রাজস্ব দিয়ে বৈধভাবে পরিচালনা হয়ে আসছিল। কিন্তু একটি কুচক্রী মহল ব্যবসায়ীদের জিম্মি করে পুরাতন আড়ৎ ভেঙ্গে রাতের আধারে কুতুবেরচর এলাকায় অবৈধভাবে একটি মৎস্য আড়ৎ গড়ে তোলো। সেখান থেকে নিয়মিত খাজনাও উত্তোন করা হয়। সরকারি রাজস্ব ফাকি দিয়ে চক্রটি দুই বছরে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে। অরপদিকে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় ৪ কোটি টাকার মত।
বক্তারা আরও বলেন, কুতুবেরচর মৎস্য আড়ৎটি একটি সমিতির ব্যানারে চলে। যেখান থেকে সরকারকে কোন
রাজস্ব দেয় না তারা। আর এই অবৈধ মৎস্য আড়ৎটি থাকার কারনে বৈধ আড়ৎ এর কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।
তাই অনতিবিলম্বে অবৈধ মৎস আড়ৎটি বন্ধ করে পুনরায় সিরাজগঞ্জ রোড সংলগ্ন হাটিকুমরুল নিউটাউন মৎস্য আড়ৎটি চালুর দাবি জানান তারা। এসময় উপস্থিত ছিলেন, হাটিকুমরুল ইউনিয়নের সাবেক সহ জয়েন্ট সেক্রেটারি মেহেদী হাসান ডিউক, সলঙ্গা থানা বিএনপির সবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শামিম রেজা, সাবেক সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সলঙ্গা থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব, রঞ্জু আহমেদ মুন্সী, হাটিকুমরুল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি রেজাউল করিম সেলিম, শাহারিয়ার মামুন রাজু সহ এলাকার খতিগ্রন্থ জনসাধারন ব্যবসয়ী সহ এলাকার সচেতন মহল উপস্থিত ছিলেন।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।