
রাজগঞ্জ প্রতিনিধি:
মণিরামপুর থানা পুলিশের অভিযানে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার (১০ আগস্ট) রাতে যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে ও মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মণিরামপুরের মনোহরপুর গ্রামের মো. শিমুল হোসেন (৩৮), আটঘরা গ্রামের সোহেল রানা ও বালিধা গ্রামের মো. মেসবাহুস সাদেকীন ভুট্টো (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, মণিরামপুর থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তের অংশ হিসেবে শিমুল হোসেনকে আটক করা হয়। এছাড়া সোহেল রানা ও মেসবাহুস সাদেকীন ভুট্টোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৪২৭ ও ৩৮০ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।