
এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা নাগাত হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে শাসকষ্ঠের পরিমান বেড়ে শরীরে অক্সিজেন সংকট দেখা দিলে ঐ রাতেই নোভা ক্লিনিক হতে ইবনে সিনা স্থানান্তরিত করা হয় মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেনকে।
তথ্য মোতাবেক,কয়েকদিন যাবত মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থতার মধ্য ছিলেন। শাষ-প্রস্বাসে অক্সিজেন সংকটের কারনে শারীরির অবস্থার অবনতি হয়েছে।
তার অসুস্থতার খবরে মণিরামপুর সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্ব শরীরের যাচ্ছেন যশোর ইবনে সিনা হাসপাতালে।আত্বীয় স্বজন,নেতাকর্মী,ভক্তদের যাতায়ত এবং ইবনে সিনায় কর্মরত শহীদ ইকবালের জামাতা ডাঃ গালিবের নিবিড় পর্যবেক্ষনে আগের চেয়ে অনেকটা সুস্থ্য আছেন বলে জানান উপজেলা বিএনপির সভাপতির একান্ত সহকারি মোঃ হারু-অর -রশীদ।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৫ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর হঠাৎ অসুস্থতার খবরে তার সংসদীয় এলাকার সমস্ত শ্রেনীর মানুষের মাঝে দেখা গেছে অনেকটা হতাশার ছায়া। অনলাইন ব্যাবহারকারি ব্যাক্তিবর্গ নিজস্ব ফেরিফায়েড ফেইসবুক আইডিতে শহীদ ইকবালের অসুস্থতার পোস্ট শেয়ার করে সকলের কাছে শহীদ ইকবালের জন্য দোয়া চাইতে দেখা গেছে। এড.শহীদ মোঃ ইকবাল হোসেনের আরগ্য কামনায় নিজের ভ্যারিফায়েড ফেইসবুক আইডিতে পোস্ট শেয়ার করেছেন মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু।
বিভিন্ন রাজনৈতিক সংগঠন,ব্যাক্তিত্ব,নেতাকর্মীদের পাশাপাশি মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতির আরগ্য কামনা করেছে মণিরামপুরের ১ম শ্রেনীর গণমাধ্যম কর্মীদের সাংবাদিক সংগঠন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।