
খাগড়াছড়ি প্রতিনিধি:
আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ” প্রতিপাদ্যে র্যালি, আলোচনা সভা ও বিবৃতি গ্রহণের মধ্য দিয়ে খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। আয়োজনে বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নসহ সাত দফা দাবি তুলে ধরেন।
শনিবার (৯ আগস্ট) দুপুরে জেলা শহরের খাগড়াপুরস্থ জেবিসি রেস্টুরেন্ট প্রাঙ্গণে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি-২০২৫ এর উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে মহাজনপাড়ার সূর্য শিখা ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে কমিটির আহ্বায়ক সাথোয়াই অং মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আদিবাসী নেতা সুধাকর ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরনার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, পানছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা এবং আদিবাসী লেখক ও নাট্যকার আনন্দ মোহন চাকমা।
সাধারণ শিক্ষার্থী মনতোষ ত্রিপুরার সঞ্চালনায় আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা ঝিমিত, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের খাগড়াছড়ি সদর শাখার সভাপতি আকাশ ত্রিপুরা, সাধারণ শিল্পী কৃপায়ন ত্রিপুরা ও জগতম চাকমা।
বক্তারা বলেন, আদিবাসী জনগণ এখনো সাংবিধানিক স্বীকৃতি থেকে বঞ্চিত এবং ভূমি অধিকার, নিরাপত্তা ও শিক্ষায় পিছিয়ে রয়েছে। তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।