
নড়াইলে লোহাগড়া উপজেলার কালনা এলাকার মাইড কুমড়া পৌরসভা সীমানা গেট সংলগ্ন ইউনুস খানের ছেলে মোঃ সোয়েবুর খান (৪৩) রহস্যজনকভাবে খুন হয়ে পার্শ্ববর্তী চুন্নু মুন্সীর একটি পরিত্যক্ত পুকুরে ফেলে গেছে দুর্বৃত্তরা।
গত ৭ জুলাই রাতে সোয়েবুর খান স্থানীয় মাসুম মুন্সীর দোকানে রাত আড়াইটার দিকে কেরাম বোর্ড খেলার পর বাড়ি ফিরেননি। আশঙ্কাজনক ভাবে তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা ৮ জুলাই সকালে তাকে খোঁজাখুঁজি শুরু করে।
অবশেষে দুপুর ১২:৪৫ মিনিটে বাড়ির পাশের পরিত্যক্ত পুকুর থেকে তার মর্মান্তিক মরদেহ উদ্ধার করা হয়। লোহাগড়া থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছে।
সোয়েবুর খান পেশায় একজন রাজমিস্ত্রি এবং তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। তার বড় ছেলে মালয়েশিয়ায় প্রবাসী এবং ছোট ছেলে সৌদি আরবে অবস্থান করছে। মেয়ে রিয়া খানম ১০ম শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।