
মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে(৭) আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে মানববন্ধন করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে কোনো আশ্বাস না পেলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থীরা। দাবি আদায়ে তারা সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে কোনো আশ্বাস না পেলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও মাত্র ৫১৯ কোটি ১৫ লক্ষ টাকার ডিপিপি অনুমোদন না পাওয়ায় তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সকল শর্ত পূরণ করার পরও কেন এই প্রকল্পের অনুমোদন আটকে আছে, তা নিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সিরাজগঞ্জের সাধারণ মানুষও হতাশ।
এর আগে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অর্ধবেলা প্রশাসনিক কর্মবিরতি পালন করে মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন। গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা একযোগে এই আন্দোলন শুরু করেন।
শিক্ষার্থীরা বলেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি সরকারের পক্ষ থেকে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদনের বিষয়ে কোনো সুস্পষ্ট আশ্বাস না পাওয়া যায়, তাহলে আমরা উত্তরবঙ্গের সাথে রাজধানীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হব।” এই কঠোর কর্মসূচি ঘোষণার মাধ্যমে তারা দ্রুত সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন।