
৫ আগস্ট (বুধবার) রাতে কালিয়া থানায় মামলাটি করেন নড়াইলের কালিয়া পৌরসভার ছোট কালিয়া গ্রামের আকিজ শেখের স্ত্রী রহিমা খানম।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় নাম উল্লেখ করা সাত আসামি হলেন—পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, পৌর কৃষকদলের আহ্ববায়ক গোলাম রসুল মান্দার শেখ, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্ববায়ক মো. ইমরান শেখ ওরফে খোকন, পৌর ছাত্রদলের আহ্ববায়ক মিকাইল ওরফে ধলু শেখ, মো. ইনামুল শেখ ওরফে কালু, মো. মিরাজ শেখ এবং মো. সাদ্দাম শেখ।
এজাহারে বলা হয়েছে, বাদীর স্বামী আকিজ শেখ কালিয়া মোড়ে রড ও সিমেন্টের ব্যবসা শুরু করেন। স্বামী বিদেশে থাকার সময় তার ছোট ভাই মো. লিকু শেখ দোকানটি পরিচালনা করতেন। গত বছরের ১০ আগস্ট আসামিরা দোকানে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে চলতি বছরের ২ আগস্ট আবারো দোকানে গিয়ে চাঁদা দাবি করে এবং না দেওয়ায় লিকু শেখকে মারধর করে। এরপর দোকান থেকে রড, সিমেন্ট, নগদ টাকা এবং দোকানের সামনে থাকা ৩টি অব্যবহৃত ট্রলি নিয়ে যায়। অভিযোগে ক্ষতির পরিমাণ ১২ লাখ ২৪ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত সেলিম রেজা ইউসুফ মুঠোফোনে জানান, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমার বিরুদ্ধে এ ঘটনার কোনো সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, আমি শুনেছি থানায় একটি মামলা হয়েছে। কেউ অপরাধ করলে থানায় মামলা হওয়াই স্বাভাবিক। তদন্তে অভিযোগের সত্যতা মিললে দলীয়ভাবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
কালিয়া থানার ওসি জানান, মামলার তদন্ত প্রক্রিয়া চলমান। ঘটনার সত্যতা মিললে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।