
মণিরামপুর প্রতিনিধিঃ
সৈচাশাষক আ’লীগের কবল থেকে এ দেশ আরেকবার স্বাধীন হয়েছে।
ছাত্র-জনতার আত্বত্যাগ ও রক্তস্নাত জুলাই গণ-অভ্যুত্থানে যে সমস্ত সূর্য সন্তানেরা তাদের জীবন দিয়ে ঐতিহাসিক ৫ই আগষ্টের জন্ম দিয়েছে তাদের ঋণ কোন দিন শোধ হবেনা।
তাদের সন্মান রক্ষার্থে আজকের এ অনুষ্ঠানে সকলের কাছে অনুরোধ নিতান্ত মণিরামপুরে কোন ধরনের অনুষ্ঠানে ফ্যাসিস্টদের জায়গা দিবেন না,তাহলে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে!
গত ৫ই আগষ্ট জুলাই গণ-অভ্যুত্থান ২০২৫ উপলক্ষে মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তৃতা প্রদানকালে এ সমস্ত কথা বলেন মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাবলুর রহমান খান।
উপজেলা পরষদের ২য় তলায় হলরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় তিনি আরো বলেন,আমিও ফ্যাসিস্টদোর রোষামলে পড়েছি।গোটা দেশের মানুষ এই সৈরাচারের আমলে গুম,খুন সহ বিভিন্ন অরাজাকতার সম্মুখীন হয়েছে।সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে এই ফ্যাসিস্টদের পরিহার করতে হবে।