
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরের কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পালন করা হলো “জুলাই ৩৬ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দিবস।
এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য মিজানুর রহমান মিজান এবং শিক্ষার্থী ইসরাত জাহান ইমা ও জয়তি আমির।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক কালিদাস চক্রবর্তী, সহকারী শিক্ষক রওশন আরা খাতুন, প্রদীপ রায়, জাহানারা আক্তার, সুরাইয়া পারভীন, ইউনুস আলী, সাধনা মণ্ডল, রেহেনা পারভীন, জিয়াউর রহমান, আখের আলী, আজিম উদ্দিন, মিজানুর রহমান, আনোয়ার হোসেন, রহিমা খাতুন, শিরিন সুলতানা, খাদিজা খাতুন ও অনুপ পাঁড়ে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অফিস সহকারী, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।