মোঃমারুফ হাসান, যশোর জেলা প্রতিনিধি:
যশোর সদর উপজেলার রূপদিয়া শেখপাড়া গ্রামে সুরাইয়া আক্তার স্মৃতি (১৮) নামের এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত তরুণী সদর উপজেলার রুপদিয়া গ্রামের শেখপাড়ার মিলন শেখের মেয়ে।
পারিবারিক সুত্র জানায় গত ২রা আগষ্ট রাতে খাবার শেষে স্মৃতি তার রুমে ঘুমাতে যায় সকালে তার মা দেখেন স্মৃতি ঘরের আড়ার সাথে উড়না দিয়ে ফাস দিয়েছে প্রতিবেশির সহায়তায় দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে।
বছর দুই আগে শহরের শংকরপুর চোপদার পাড়া এলাকায় আহাদ আলীর সঙ্গে নিহত তরুণী স্মৃতির বিয়ে হয় সম্প্রতি আহাদ ২য় বিয়ে করায় স্মৃতি বাবা মিলন শেখের বাড়িতে চলে আসে এবং মানসক অস্থিরতার মধ্যে ছিলেন এবং সে কারনে তরুণী স্মৃতি আত্মহত্যার পথ বেছে নেয় বলে জানান নিহতের পরিবার।
তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো আইনি ব্যবস্থা নেয়া হয়নি।