প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৮:৫২ পি.এম
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর গ’ণজা’মায়েত ও গণমিছিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণজামায়েত ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বেলা ৩ টার দিকে উপজেলা জামায়াতের উদ্যেগে জামতৈল ধোপাকান্দি উচ্চ বিদ্যালয়ের সামনে গনজামায়েত শুরু হয়। পরবর্তীতে গনমিছিল নিয়ে উপজেলা শহিদ মিনারে কাছে এসে সংক্ষিপ্ত বক্তব্য মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কামারখন্দ উপজেলা আমির মাওলানা ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি জেনারেল নাঈম আহাম্মেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল, কামারখন্দ উপজেলা নায়েবে আমীর মোঃ আতাউর হোসেন, মোঃ মনিরুল ইসলাম এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মী ও জনসাধারণ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, বর্তমানে একটি পক্ষ আমাদের চোখ রাঙাচ্ছে! তাদের কে বলতে চাই আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ।
কেউ যদি আবারও ভোট কেন্দ্র দখল করতে চায় তাহলে দেশে আরও একটি বিপ্লব হবে সেই বিপ্লাবের নাম হবে ইসলামী বিপ্লব। ২৪ এর গণঅভ্যুত্থানের পর জনগণ ভেবেছিল একটি নতুন দেশ পাবে তারা কিন্তু চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য করে চলছে একটি চক্র।
মানুষের তৈরি করা মতবাদ দিয়ে সমাজে কখনো শান্তি ফিরে আসবে না তাই দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য জামায়াতে ইসলামীর দাড়িপাল্লায় ভোট চান তারা।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।