আব্দুল্লাহ আল মামুন, নিজস্ব প্রতিবেদক :
“সচেতনতাই গড়বে সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই স্লোগানকে সামনে রেখে মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতীরবর্তী প্রত্যন্ত এলাকা বাবুখালীতে প্রথমবারের মতো আয়োজিত হলো বিজ্ঞান মেলা।
সামাজিক সংগঠন ‘জাগ্রত বাবুখালী’-র উদ্যোগে এবং এস.টি.আই. বিল্ডার্স লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।
শিশু-কিশোরদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সৃজনশীল ও নৈতিকভাবে বলিষ্ঠ করে গড়ে তুলতে মেলার আয়োজন করে একদল তরুণ। তারা বিশ্বাস করে, বিজ্ঞানমনস্ক ও নেশামুক্ত সমাজ গঠনের মাধ্যমে একটি শিক্ষিত এবং মূল্যবোধসম্পন্ন প্রজন্ম তৈরি করা সম্ভব।
মেলায় শিক্ষার্থীরা তাদের তৈরি বৈজ্ঞানিক মডেল, উদ্ভাবনী প্রকল্প, পরিবেশ ও প্রাকৃতিক উপকরণ-নির্ভর প্রদর্শনীসহ রোবটিক্স ও প্রযুক্তিনির্ভর নানা আয়োজন উপস্থাপন করে। এছাড়াও আয়োজিত হয় উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা, স্বাস্থ্য বিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ক্যারিয়ার ভিত্তিক সেমিনার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. রেজভী জামান, অধ্যক্ষ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা।
সেমিনারের প্রধান আলোচক ছিলেন জনাব তানভীর আহমদ, সহকারী অধ্যাপক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা এবং ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন, যা স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোহাম্মদ ইসহাক আলী, ম্যানেজিং ডিরেক্টর, এস.টি.আই. বিল্ডার্স লিমিটেড।
তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি বিকাশে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
জাগ্রত বাবুখালী’-র সদস্য সচিব মেহেদী হাসান বলেন,
“আমরা সকলে মিলে গড়তে চাই শৃঙ্খল ও সুশিক্ষিত সমাজ। যেখানে তরুণ প্রজন্ম থাকবে নেশামুক্ত, হবে সাহিত্যানুরাগী ও বিজ্ঞানমনস্ক। এমন একটি প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়বে।”
মেলাটি বাবুখালীসহ আশপাশের এলাকার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সচেতন নাগরিকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথমবারের মতো এমন একটি আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে