মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী:
ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে "জুলাই গণ অভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা" শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৪ আগস্ট ২০২৫ খ্রি. সোমবার সকাল ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুস সামাদ, জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. এমরান হোসেন, অধ্যক্ষ, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা, মাওলানা মো. মাহবুবুর রহমান, খতিব ও পেশ ইমাম, নবাবগঞ্জ টাউন জামে মসজিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. গোলাম মোস্তফা, উপ-পরিচালক, ইফা. চাঁপাইনবাবগঞ্জ।
অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক আলেম-ওলামা উপস্থিত ছিলেন।আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মুখতার আলি, পেশ ইমাম, জেলা মডেল মসজিদ চাঁপাইনবাবগঞ্জ।