
তুহিনুর রহমান তালুকদার, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৩ নং ইনাতগঞ্জ ইউনিয়নের আওতাধীন কাজীগঞ্জ বাজার থেকে ইনাতগঞ্জের যাওয়ার মধ্যস্থলে পোর্ষ মাষ্টার এর বাড়ি পানি নিষ্কাশনের জায়গা না থাকায় রাস্তার বেহাল দশা!
জানাযায় রাস্তার দুপাশে দেওয়াল থাকায় বৃষ্টির পানি জমা হয়ে গর্তে পরিনত হচ্ছে কাটছে না রাস্তার পানি।
এ রাস্তা দিয়ে প্রতি দিন হাজারো মিশুক বড় বড় মাইক্রোবাস সহ দুই মাদ্রাসার হাজারো ছাত্রছাত্রী সহ তিন গ্রামের জনসাধারণ চলাফেরা করার জন্য চরম ভোগান্তত পড়ছে।
যতবার এই রাস্তার মোরামত হচ্ছে ততবার ই বৃষ্টি পানিতে এই জায়গাটি গর্তে পরিণত হচ্ছে বলে জানিয়েছে জনসাধারণ গন।
অত্র এলাকার ড্রাবার তথা স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের একটাই দাবী এই রাস্তায় এক পাশে ড্রেন না দিলে কখনো রাস্তা ঠিক থাকবে নাহ্।