
মণিরামপুর প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুরে ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির একজন সক্রিয় কর্মী মোঃ নজরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।
বিএনপির এই ত্যাগী নেতার মৃত্যুতে শোকাহত পারিবারের প্রতি সমবেদনা জানাতে ও জানাযার নামাজের পর দাফন-কাফন শেষে মৃতের আত্বার মাগফেরাত কামনার দোয়া পর্যন্ত উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন।
মৃত নজরুল ইসলাম মনিরামপুর উপজেলার ১৩ নম্বর খানপুর ইউনিয়নে তিন নম্বর শেখপাড়া ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও একজন ত্যাগী নেতা ছিলেন।
শনিবার (২ আগস্ট) শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ও জানাযায় উপস্থিতর সময় মনিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি এড শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের সাথে আর উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল,সেচ্চাসেবক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ।
দাফন-কাফন শেষে উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন,একজন ত্যাগী নেতাকে হারালো উপজেলা বিএনপি।আমরা তার মৃত্যুতে গভীর শোকাহত।