
রতন শর্মা, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ১৮ বছর আগে স্বামী হারা সখিনা বেওয়ার জীবন যেন এক করুণ গল্পের নাম।
এই খবর ছড়িয়ে পড়তেই মানবতার পাশে দাঁড়ালেন প্রশাসন।
নিউজ প্রকাশের একঘণ্টার মধ্যেই ছুটে যান বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর আহমেদ।
তিনি সখিনার হাতে তুলে দেন শুকনো খাবার ও আশ্বাস দেন আগামীকালই ঘরের জন্য টিন ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
আমাদের চারপাশে এমন অনেক সখিনা বেঁচে আছেন অবহেলার অন্ধকারে। সমাজের বিত্তবান ও উপজেলা প্রশাসন তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান এলাকাবাসীর।