
রতন শর্মা, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের একটি ক্ষীণ আশার নাম — সখিনা বেওয়া। আজ থেকে প্রায় ১৮ বছর আগে স্বামী হারানো এই নারী, আজো সংগ্রাম করে বেঁচে আছেন এক দুর্বিষহ জীবনের সঙ্গে।
গতকাল শুক্রবার (১ আগস্ট) রাতভর চলা টানা ভারী বৃষ্টিতে নিজের ভাঙাচোরা কুঁড়েঘরের এক কোণায় পলিথিন মুড়িয়ে বসে ছিলেন তিনি। টিনের চালা দিয়ে পানি চুঁইয়ে পড়ছিল একটানা। ভিজে যাচ্ছিল ঘরের প্রতিটি জিনিস — তবুও ওটাই তাঁর একমাত্র আশ্রয়।
নেই কোনও নিরাপদ ছাদ, নেই বিছানা কিংবা একটুখানি স্বস্তির নিঃশ্বাস।
একটি জীবন যেখানে কষ্টই নিত্যসঙ্গী।
সখিনার এই জীবনযাপন কেবল তাঁর একার নয় এটি আমাদের সমাজের একটি নির্মম বাস্তবতা। অসংখ্য অসহায় মানুষের জীবনে এমন করুণ চিত্র প্রতিদিনই আঁকা হচ্ছে যা আমাদের বিবেককে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট।